১৭ জানুয়ারি ২০১৬ রোহিত ভেমুলা হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র একটি চিঠি লেখেন। আত্মহত্যার আগে। কীভাবে তাঁকে তাঁর জাতপাত নিয়ে কথা শোনানো হয়েছে, কীভাবে তাঁর জন্মগ্রহণকেই ব্যর্থ করে তুলেছে বহু বহু মানুষের বিদ্রুপ, সবটাই ওই চিঠিতে লিখে যান তিনি। একই ঘটনা ঘটল মুম্বাইয়ের ডাক্তার পায়েল তাড়ভির সঙ্গেও। জাতি নিয়ে নানা টিটকিরি করা, জাতপাত তুলে মানুষকে নিচু করা আসলে কোনও মানুষের মনস্তত্ত্বের উপর যে কী ভীষণ প্রভাব ফেলে তা অনেকেই বোঝেন না। কেন এতবছর পরেও বারেবারে কোনও মানুষ দলিত নাকি তথাকথিত উচ্চবর্ণ তাই নিয়ে এত অসন্তোষ?