এবারের লোকসভা নির্বাচনে গুরুতর বিষয়ের থেকেও প্রাধান্য পেয়েছে হাস্যরস! নেতাদের সাক্ষাৎকার মানেই যেন হাসির ছররা, নেতারা যা বলছেন তাতেই খোরাক, যা করছেন তা নিয়েই মিম ও কার্টুন। লোকসভা নির্বাচনের মাঝেই হিমালয়ের বরফাবৃত অংশে নাকি কাল্পনিক পাহাড়ি পশুমানব ইয়েতির পায়ের ছাপ মিলেছে। শুধু ইয়েতি নয় অবশ্য, পাহাড়ে পদচিহ্ন রেখেছেন দেশের প্রধানমন্ত্রীও। লোকসভা নির্বাচনের শেষ দফার আগেই কেদারনাথের মানব নির্মিত আরামদায়ক গুহাতে গিয়ে ধ্যানে বসেন তিনি। শুরু হয় একের পর এক ব্যঙ্গচিত্র তৈরি। লোকসভা নির্বাচনের গুরুতর বিষয়ে আলোকপাত না করে কীভাবে অন্যবিষয়ই এখন রাজনীতিতে প্রধান হয়ে উঠেছে দেখে নেওয়া যাক কার্টুনিস্টদের চোখে।