বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি মোদির বন্দেমাতরম স্লোগানের বিপরীতে? সম্প্রতি, গত ২৫ এপ্রিল দ্বারভাঙাতে মোদির জনসভার শেষে স্বভাবচারিত ভঙ্গিতেই মোদি বন্দেমাতরম স্লোগান তুলে সভা শেষ করেন। এই সভাতে মঞ্চের সামনের সারিতেই ছিলেন নীতিশ কুমার। মঞ্চে থাকা অন্যান্য নেতা ও কর্মীরা দুই হাত তুলে মোদির এই স্লোগানে গলা মেলালেও নীতিশ কুমার না তো হাত তোলেন না তো বন্দে মাতরম উচ্চারণ করেন। ঠিক তার পাঁচদিন পরেই ৩০ এপ্রিল, মুজফফরপুরের একটি জনসভায় মোদি সব স্লোগান দিলেও, নীতিশের উপস্থিতিতে বন্দে মাতরম স্লোগান দেওয়া বন্ধ করে দেন। মোদির সঙ্গে জোট মানেই যে নিজের রাজনৈতিক অবস্থান ছেড়ে দেওয়া নয় একথাই কি বোঝাতে চাইলেন নীতিশ?