এই বছরই প্রথমবার ভোট দেওয়া জনসংখ্যা সবথেকে বেশি। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তাঁদের প্রথম ভোট দিয়েছেন। আরও দু’ দফায় বাকি রয়েছে ভোট। কোন বিষয় মাথায় রেখে ভোট দেবেন নতুন ভোটারদের প্রজন্ম? অনেকেই জানিয়েছেন দেশে কর্মসংস্থান এখন সবথেকে কম। চাকরি খুঁজতে বাইরে চলে যেতে হচ্ছে তাঁদের। অনেকেই আবার বলছেন, দেশে জাতপাত নিয়ে এত সমস্যা কোনওকালে ছিল না যা এখন বেড়েছে। দলিত হত্যা এবং জাতপাতের নোংরামো ভোট দিতে গিয়ে মাথায় রাখছেন নয়া প্রজন্মের এই ভোটাররা। অনেকে আবার বলছেন, যোগ্য প্রার্থীই নেই ভোট দেওয়ার মতো। জাতীয় নিরাপত্তার বিষয়েও আবার বর্তমান শাসকে এগিয়ে রেখেছেন অনেকে।