মঙ্গলবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, তিনি বাংলার জনতা তথা সমস্ত শরণার্থীদের, বিশেষ করে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করতে এসেছেন যে, তাঁদের কাউকেই ভারত সরকার দেশ ছাড়তে বাধ্য করবে না। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করার নিন্দা করেন তিনি। তিনি রাজ্যের শাসক তৃণমূল দলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না' বলে অভিহিত করেন। তিনি রাজ্যের শাসক তৃণমূল দলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না' বলে অভিহিত করেন। তিনি বলেন, নাগরিক সংশোধনী বিল পাস করার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগত হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ শরণার্থীদের চিরকালের জন্য ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে।