ভোট- বিপর্যয়ের কারণ খুঁজতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে কংগ্রেস। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি আর একটু বাদেই বৈঠকে বসতে চলেছে। সেখানে হারের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে পাশাপাশি সভাপতি পদ থেকে রাহুল গান্ধী শেষমেশ ইস্তফা দিচ্ছেন কিনা তা স্পষ্ট হবে। এবার নিয়ে পরপর দুবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ভাল হল না। আর তার দায় নিয়েই পদ ছাড়তে চান রাজীব- তনয়। অন্যদিকে ২০১৪ সালের পর ২০১৯ সালেও একক সংখ্যাগোরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে বিজেপি। এবার একাই ৩০০-র বেশি আসন পেয়েছে বিজেপি। আর কংগ্রেসের সাংসদ সংখ্যা ৫২।