আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লি সরকার ইতিমধ্যে রাজধানীতে বন্যার সতর্কতা জারি করেছে এবং নিচু অঞ্চলে বসবাসরত লোকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। হরিয়ানার হাতিনী কুণ্ড বাঁধ থেকে মোট ৪ লক্ষ ৩০ হাজার ৮১৭ কিউসেক জল ছাড়া হয়েছে, এর ফলে ইতিমধ্যেই বিপজ্জনক যমুনার জলস্তর আরও বেড়ে গেছে..ফলে দিল্লির নিচু অঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।