Read in English
This Article is From Jan 17, 2020

ধরা পড়ল প্যারোলে ছাড়া পেয়ে পলাতক মুম্বই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম দোষী ‘ড. বম্ব’

প্যারোলে ছাড়া পেয়ে পলাতক হওয়া মু্ম্বই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম দোষী জালিস আনসারিকে কানপুর থেকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

তাকে কানপুর থেকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ।

লখনউ:

প্যারোলে ছাড়া পেয়ে পলাতক হওয়া মু্ম্বই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম দোষী (Mumbai Serial Blasts Convict) জালিস আনসারিকে কানপুর থেকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। ‘ড. বম্ব' (Doctor Bomb Jalees Ansari ) নামে পরিচিত এই অপরাধী এদিন এক মসজিদ থেকে বেরিয়ে রেল স্টেশনে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। উত্তরপ্রদেশের শীর্ষ পুলিশ আধিকারিক ওপি সিংহ জানান, ‘‘জালিস আনসারিকে গ্রেফতার করা হয়েছে এক মসজিদ থেকে বেরনোর পর। তাকে লখন‌উয়ে নিয়ে আসা হয়েছে। এটা উত্তরপ্রদেশের পুলিশের বড় সাফল্য।'' উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলার বাসি‌ন্দা ছিল আনসারি। পুলিশের সন্দেহ, নেপালের সীমান্ত দিয়ে সে দেশ ছাড়ার মতলব করছিল। ৬৮ বছরের আনসারি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। মুম্বই বিস্ফোরণ ছাড়াও দেশের বহু বিস্ফোরণের পিছনে তার হাত থাকার ব্যাপারে সন্দেহ রয়েছে।

"জঙ্গি দেবেন্দরকে চুপ করানোর সহজ পন্থা...": ডিএসপি গ্রেফতারি প্রসঙ্গে Rahul Gandhi

সিমি ও ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে সে যুক্ত ছিল। এবং সেখান থেকেই সে বোমা বানানো শিখেছিল বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

দিল্লি ছাড়ার ঘণ্টাখানেক আগে জামা মসজিদে Bhim Army প্রধান

তিন সপ্তাহ আগে রাজস্থানের আজমেল সেন্ট্রাল জেল থেকে প্যারোলে ছাড়া পায় সে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের মধ্যে তার আত্মসমর্পণ করার কথা ছিল।

Advertisement

প্যারোলে মুক্ত থাকা অবস্থায় তার প্রতি ন‌ির্দেশ ছিল প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটার মধ্যে আগরিপাড়া থানায় হাজিরা দেওয়ার। বৃহস্পতিবার সে হাজিরা দেয়নি। পরে তার ছেলে পুলিশে আনসারির নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। 

Advertisement